করমন্ডল দুর্ঘটনার স্মৃতি নিয়ে ফিরল সারেঙ্গার আশীষ

SKY BANGLA TV
0

স্কাই বাংলা: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি নিয়ে ফিরলো সারেঙ্গার এক যাত্রী আশীষ রজক। করমন্ডল এক্সপ্রেসে চেন্নাইতে শ্রমিকের কাজ করতে যাচ্ছিল সারেঙ্গার আশীষ রজক। এবং ওড়িশার বালেশ্বরের কাছে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে । দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন শুক্রবার রাত্রেই রওনা হয়েছিল তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসতে। শনিবার সকালে সারেঙ্গায় ফিরে ট্রেন দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালো আশিষ, কাটল পরিবারের আতঙ্ক। 
গত দু' তারিখ চেন্নাই তে কারখানায় শ্রমিকের কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে খড়্গপুরে করমন্ডল এক্সপ্রেসে চেপেছিল সারেঙ্গার আসিষ এবং তার সাথে আরো ১২ জন। তারা বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সেই ট্রেন গতকাল দুর্ঘটনার খবর পড়ে ওড়িশার বালেশ্বর এর কাছে। তাতে চোট পায় সারেঙ্গা আশিষ। হঠাৎই ট্রেনের ঝাঁকুনি অনুভব করে আশিষ, তারপর ট্রেন থেকে ছিটকে পড়ে। মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে আশিষ, জ্ঞান ফিরতে সে চোখের সামনে দেখে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ছবি। পরে পরিবারের খবর দিলে পরিবারের লোকজন সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে আজ বাড়ি নিয়ে আসে । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top