মলয় সিংহ, বাঁকুড়া: বালি বোঝাই লরি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত ১ এবং আহত ২৫ জন, এদের মধ্যে গুরুতর আহত ৫ জন। শুক্রবার রাত্রে কোতুলপুরের মির্জাপুর হাসপাতাল মোড়ের কাছে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনার। আহত ও মৃতের বাড়ি জয়পুর থানার ছাতনা গ্রামে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন রাত্রে একটি বালি বোঝাই লরি বিষ্ণুপুর দিক থেকে আরামবাগ দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় কোতুলপুর থেকে বিষ্ণুপুরের দিকে ৩৫ জন যাত্রী সহ বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল একটি ট্রাক্টর। মির্জাপুর হাসপাতাল মোড়ে লরি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতা এতোটাই ছিল যে লরি ও ট্রাক্টর দু'টিই উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।