প্রচন্ড গরমেও ঠোঁট ফাটছে? কোনো অসুখ নয় তো ?

SKY BANGLA TV
0

স্কাই বাংলা : ঠোঁট ফাটার সমস্যা সাধারণত শীতকালে দেখা যায়। শুষ্ক আবহাওয়ার কারণে ঠোঁট শুকনো হয়ে যাওয়া, ঠোঁটের ত্বকের উপরিভাগ থেকে ছাল ওঠা, ঠোঁট ফাটা এবং কখনও কখনও রক্তও বের হয়। কিন্তু চৈত্রের এই দাবদাহে কি আপনার ঠোঁট ফাটছে? তবে কিন্তু সাবধান হোন। শুধুমাত্র ত্বক শুষ্ক হয়ে যাওয়াই নয়। অন্য কোনও অসুখও হতে পারে। আর তার জেরেই হয়তো আপনার ঠোঁট ফাটছে। যার লক্ষণ হিসেবে সামনে আসছে ঠোঁট ফাটা।


গরমে সূর্যের তাপে চামড়া পুড়ে যায়। এর ফলে চামড়া শুষ্ক হয়ে যায়। ঠোঁট ফেটে যায় এর জেরে। ফলে রোদে বেরনোর সময় ঠোঁটেও আলতো করে সানস্ক্রিন ম্যাসাজ করুন।


ফাটা ঠোঁট, মুখ এবং চোখ-- এই সবই ডিহাইড্রেশনের লক্ষণ। এটি ঠিক করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন দিনে আট থেকে বারো গ্লাস জল খাওয়া। ডিহাইড্রেশনের ফলে শরীরে মিনারেলের অভাব হয়। ত্বক ক্ষতিগ্রস্ত হয়।


আপনি কি জানেন ফাটা ঠোঁটের কারণ ইস্ট ইনফেকশনও হতে পারে? মূলত ঠোঁটের কোণে ফাটলে এটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যাঁদের ঠোঁট চাটার অভ্যেস থাকে, তাঁদের এই ইস্ট ইনফেকশন বেশি হয়। এর জন্য প্রচুর পরিমাণে জল খান।



অনেক সময় শিয়া বাটার, ক্যাস্টর অয়েল বা মোম জাতীয় পদার্থ থেকে ঠোঁটে অ্যালার্জি হতে পারে। অনেক সময় বিভিন্ন খাবার থেকেও অ্যালার্জি হয়। প্রয়োজনে খাবারের নোট রাখুন, দেখুন কোনটা খেলে বেশি অসুবিধে হচ্ছে।


শরীরে কোষের কাজের জন্য ভিটামিন বিটু প্রয়োজন। গরমে ঠোঁট ফাটার কারণ কিন্তু এই ভিটামিনের অভাবও হতে পারে। ডিম ও মাংস খেলে এই ভিটামিন শরীরে ঢোকে।


মূলত এই সমস্ত সমস্যা গুলির কারনেও আপনার ঠোঁট ফাটতে পারে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top