মুখ্যমন্ত্রীর ‘চোর-ডাকাত’ মন্তব্যের প্রতিবাদে আবারও কর্মবিরতির ডাক ডিএ আন্দোলনকারীদের।

SKY BANGLA TV
0


স্কাই বাংলা ডেস্ক: ফের কর্মবিরতির ডাক দিয়েছেন রাজ্য সরকারী কর্মচারীরা।সরকারি কর্মচারীদের সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিলেন সরকারি কর্মচারীদের একাংশ। আগামী ৬ ই এপ্রিল বৃহস্পতিবার রাজ্যজুড়ে সমস্ত প্রশাসনিক কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা । ওইদিন মূলত সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ সংগ্রামী মঞ্চ— এই দু’টি সংগঠন কর্মবিরতির ডাক দিয়েছে। এর আগে মহার্ঘ্য ভাতার দাবিতে গত ২০ ও ২১ ফেব্রুয়ারী কর্মবিরতিতে সামিল হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের একাংশ । গত ১০ ই মার্চ প্রশাসনিক ধর্মঘটের ডাক দেয় তারা।বৃহস্পতিবার যৌথ সংগ্রামী মঞ্চের তরফে বকেয়া ডিএ মেটানো, শূন্যপদে নিয়োগ-সহ একাধিক দাবিতে শহিদ মিনার ময়দানে ‘মহাসমাবেশ’-এর ডাক দেওয়া হয়েছিল। ওই সমাবেশে যোগ দিয়ে বাম-কংগ্রেস নেতারা আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর কথা জানান। পাশে দাঁড়ানোর কথা জানান বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীও। ওই সমাবেশ শেষ হওয়ার পর বৈঠকে বসেন সংগঠনের নেতারা। সেখানেই ঠিক হয় মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন সরকারি কর্মসূচিরা। ওই প্রতিবাদের অঙ্গ হিসাবেই ৬ এপ্রিল কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বলে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top