স্কাই বাংলা ডেস্ক: নিয়োগ দুর্নীতি এবার এনফোর্সমেন্ট ডিপারমেন্টের নজরে এলো কুন্তোল ঘোষের তিনটি পেনড্রাইভ। জোড়া ডায়েরির পর এই পেন পেনড্রাইভে কি তথ্য লুকিয়ে আছে তারই তদন্ত শুরু করেছে ইডি।সুত্রের খবর, কুন্তলের চিনার পার্কের ফ্ল্যাটে তল্লাশির সময় দুটি ডায়েরির পাশাপাশি, বেডরুমের একটি ড্রয়ার থেকে তিনটি পেন ড্রাইভ পাওয়া যায়। জোড়া ডায়েরিতে একাধিক সাঙ্কেতিক ভাষায় টাকার অঙ্ক লেখা রয়েছে। রেট লেখা রয়েছে। সেই সমস্ত দিক একদিকে খতিয়ে দেখা হচ্ছে ইডি। এর পাশাপাশি এই তিনটি পেন ড্রাইভে কী রয়েছে তা দেখার জন্য দুই অফিসারকে নিযুক্ত করা হয়েছে। পেনড্রাইভের তথ্য প্রকাশে সাহায্য নেওয়া হতে পারে বিশেষজ্ঞদের বলে খবর।
নজরে কুন্তলের হোয়াটসঅ্যাপ চ্যাটও। এক্ষেত্রে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। তদন্তকারীদের অনুমান, চাকরি দেওয়ার নামে কত টাকা তোলা হয়েছিল, তার অঙ্ক জানা যেতে পারে এই ডাইরি গুলিতে লেখা সঙ্কেতের রহস্যভেদ করতে পারলেই। তাই কুন্তলকে জেরা করে সঙ্কেত রহস্যের দ্রুত সমাধান করতে চাইছেন তদন্তকারীরা।
কিন্তু প্রশ্ন উঠছে, কুন্তলের জোড়া ডায়েরিতে সাঙ্কেতিক সংখ্যার রহস্যভেদ করতে পারবে ইডির আধিকারিকরা ?