আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর এই নেতাজির জন্মদিনে বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।এদিন শুভেন্দু স্পষ্ট অভিযোগ জানিয়েছে বলেন, 'যারা সরকারে এসেছেন, ওনাকে মর্যাদা দেননি।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'পরবর্তীকালে যারা সরকারে এসেছেন, দেশ চালিয়েছেন, তাঁরা যথাযত মর্যাদা ওনাকে দেননি। বর্তমান প্রধানমন্ত্রীর নের্তৃত্বে দেশ এই মর্যাদা দান করছে, ভারতবাসী তাতে সামিল হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। রাজ্য সরকারের ১২ টার পরে ঘুম ভাঙে। রাজ্য সরকার ঘুমায় । এখনও সবাই ঘুমাচ্ছে।' পাশাপাশি নেতাজির ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে, পুষ্পস্তবক দিয়ে সুভাষ চন্দ্র বোসের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করলেন শুভেন্দু।
এছাড়াও তিনি আজ ট্যুইট করে বলেন, আজ নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৬ তম জন্ম বার্ষিকী। রেডরোডে স্বাধীনতা সংগ্রামের ভারতমাতার সাহসী সন্তানকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানিয়েছেন তিনি।