বৈদ্যুতিক শকের কারণে বন্য প্রাণীর মৃত্যু ও জঙ্গলে আগুন রুখতে সচেতনতা শিবির

Malay Singha
0


মলয় সিংহ, বাঁকুড়া: বৈদ্যুতিক শকের কারণে বন্য প্রাণী বিশেষ করে হাতির মৃত্যু রক্ষা ও জঙ্গলে আগুন লাগানোর প্রতিরোধে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করল বাঁকুড়া উত্তর বনবিভাগ। মঙ্গলবার বাঁকুড়া উত্তর বন বিভাগের অফিসে এই সচেতনতা মুলক শিবিরটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া উত্তর বনবিভাগের ডিএফও জে শেখ ফরিদ , ডেপুটি ডিএলএলআরও রথীন বিশ্বাস, DySP(অ্যাডমিন)উত্তম মিত্র সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি শিবিরে ছিলেন ১০০ জনের বেশি বন সুরক্ষা কমিটির সদস্যরা।
বাঁকুড়া উত্তর বিভাগে সচেতনতা শিবির, নিজস্ব চিত্র 

বাঁকুড়া উত্তর বনবিভাগের ডিএফও জে শেখ ফরিদ জানান, এদিন মূলত বন্যপ্রাণীর বিদ্যুৎপৃষ্টতা রোধ ও জঙ্গলে আগুন লাগানো প্রতিরোধে এই সচেতনতামূলক শিবিরটি আয়োজন করা হয়। তিনি আরও বলেন, বেআইনি ভাবে বিদ্যুতের বেড়া ব্যবহার করা একটি অপরাধ, কেউ যদি হাতির আক্রমণ থেকে তার ফসল রক্ষা করার জন্য বেআইনিভাবে বৈদ্যুতিক তার জমিতে লাগিয়ে ধরা পড়ে তবে তাকে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। জঙ্গলে আগুন লাগালে ১ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এছাড়াও হাতিকে আক্রমণ করলে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বনদপ্তর সূত্রে খবর গত ১০ বছরে বাঁকুড়া উত্তর বনবিভাগে বৈদ্যুতিক তার জমিতে লাগিয়ে ১৬ টি হাতির মৃত্যু হয়েছে। তরে গত তিন বছরে একটিও হাতির মৃত্যু হয়নি এই ডিভিশনে।


এছাড়াও শীতের মরশুম শেষ হতেই পাতা ঝরতে শুরু করে জঙ্গলে। তার সঙ্গে শুরু হয় জঙ্গলের শুকনো পাতায় আগুন ধরানোর মতো ঘটনা। বেশ কয়েক বছর ধরে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে আগুনের ঘটনা সবচেয়ে বেশি নজরে এসেছে বনকর্তাদের। আগুনের হাত থেকে জঙ্গল ও বন্যপ্রাণ বাঁচাতে সচেতনতা প্রচার কর্মসূচি শুরু করেছে বন দপ্তর। আগুনের ভয়াবহতা ও জীববৈচিত্র রক্ষার বিষয়টিও তুলে ধরা হয়েছে শিবির থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top