গঙ্গাজলঘাটির জঙ্গলে দেখা মিলল অজানা জন্তুর ! চাঞ্চল্য

Malay Singha
0

সুব্রত কর্মকার, বাঁকুড়া: গঙ্গাজলঘাটির জামগাড়ির জঙ্গলে দেখা গেল অজানা জন্তু। যার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি স্কাই বাংলা। 

সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় জঙ্গলে জন্তুটিকে দেখতে পান স্থানীয়রা। অজানা জন্তুকে ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে এলাকায়। দেখা দেওয়া জন্তুটি আসলে কী সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে অনেকেই মনে করছেন জন্তুটি মেছো বিড়াল বা নেকড়ে  হতে পারে। তবে ইতিমধ্যেই বনদপ্তরকে বিষয়টি জানিয়েছেন স্থানীয়রা।




"খবরটি সদ্য প্রকাশিত হয়েছে। বিস্তারিত আসছে কিছুক্ষণ পরে...."

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top