স্কাই বাংলা, দুর্গাপুর: হাতেগোনা আর মাত্র একটা দিন, তার পরেই ফের দুর্গাপুর ব্যারেজের উপরের রাস্তা দিয়ে ছুটবে গাড়ি। সংস্কারের কাজ প্রায় শেষ। আগামী ১৬ তারিখ সকাল থেকে জনসাধারণের জন্য ব্যারেজের রাস্তা খুলে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে।
 |
সংস্কারের পর দুর্গাপুর ব্যারেজ |
গত ১ লা মে থেকে ব্যারেজের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল। যতদিন কাজ চলেছে, ততদিন পণ্যবাহী ট্রাক মেজিয়া-রানিগঞ্জ, বর্ধমান-সহ বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হতো। ছোট গাড়ি, বাইক ও স্কুটি ব্যারেজের ডাউনস্ট্রিমে বিকল্প রাস্তা দিয়ে চলাচল করত। ব্যারেজের উপরের রাস্তা দু’ভাগে ভাগ করে মেরামত করা হয়েছে। কাজের সময় শুধুমাত্র বাস ও জরুরী পরিষেবার গাড়ি যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছিল। ১৫ জুনের মধ্যে রাস্তার কাজ শেষ হওয়ার কথাও ছিল। সেই মতো আগামীকাল থেকে ব্যারেজের রাস্তায় ছটো গাড়ি চলাচল শুরু হলেও সোমবার থেকে সমস্ত যানবাহনের জন্য খুলে দেওয়া হবে দুর্গাপুর ব্যারেজ।