স্কাই বাংলা, বাঁকুড়া: নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম পিঙ্কি লোহার (২৩)। বিষ্ণুপুর থানার কামারপুকুর গ্রামের ঘটনা। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
 |
প্রতীকী ছবি- ইন্টারনেট |
স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে শ্বশুরবাড়ির উঠোনে পড়েছিল পিঙ্কির দেহ। খবর পেয়ে সেখানে পৌঁছে দেহটি উদ্ধার পুলিশ। ঘটনায় বিষ্ণুপুর থানায় খুনের মামলা দায়ের করে মৃত বধূর বাবা। অভিযোগ পেয়ে মৃত স্বামী বাপি লোহারকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরেই এই ঘটনা বলে জানা গিয়েছে।
 |
প্রতীকী ছবি- ইন্টারনেট |