স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ায় নিজের মা কে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। জয়পুরের ফুটকরা গ্রামের ঘটনা। মৃতের নাম মমতা মেদ্যা। বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছেলের স্বরূপ মেদ্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
|
ধৃত স্বরূপ মেদ্যা, নিজস্ব চিত্র |
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বাড়িতেই ঘুমোচ্ছিলেন মমতা ও তার ছোট ছেলে স্বরূপ। অভিযোগ, দরজায় ছিটকানি দিয়ে ওই ঘরের মধ্যে মায়ের মাথায় আঘাত করে ছেলে। চিৎকার শুনে ছুটে আসেন বড় ছেলে ও স্বামী। দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় মমতাকে। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাবা। এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার স্বরূপকে গ্রেপ্তার করে পুলিশ।