সুরজিৎ খাঁ, বাঁকুড়া: 'ডানা'র প্রভাব পড়তে পারে বাঁকুড়া জেলাতেও। দুর্যোগ মোকাবিলায় বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ সর্তকতা। জেলাশাসকের দপ্তরের পাশাপাশি, মহকুমা শাসকের দপ্তর এবং সমস্ত ব্লকেও খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিভিন্ন এলাকায় তৈরি রাখা হয়েছে ত্রান শিবির। প্রস্তুত সিভিল ডিফেন্স টিমও। বুধবার সকাল থেকে জেলা জুড়ে বিভিন্ন এলাকায় মাইকিং করে মানুষকে সচেতন করা হয়। বুধবার দামোদর তীরবর্তী মেজিয়ার রামচন্দ্রপুর এলাকায় ত্রান শিবির পরিদর্শনে যান বাঁকুড়ার মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত। জানা গিয়েছে প্রশাসনের তরফ থেকে এদিন ওই এলাকায় মাইকিংও করা হয়।
![]() |
'ডানা' মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, নিজস্ব চিত্র |
জেলা প্রশাসন জানিয়েছে পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে।
অন্যদিকে বুধবার দুপুরের পর থেকেই জেলার আকাশ কালো হয়ে বৃষ্টি নামে। বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। তবে বাঁকুড়া জেলায় ঘূর্ণিঝড় 'ডানা'র প্রভাব কতটা পড়বে তা এখনো স্পষ্ট জানায়নি আবহাওয়া দপ্তর।
![]() |
প্রতীকী ছবি- ইন্টারনেট |