উপনির্বাচনে ৫ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, কলকাতা: আগামী ১৩ ই নভেম্বর রাজ্যের ৬ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই উপনির্বাচনে এবার প্রার্থী ঘোষণা করল বামেরা। সোমবার উপনির্বাচনের জন্য মোট পাঁচটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার পথে না হেঁটে তালডাংরা, সিতাই, মাদারিহাট, নৈহাটি ও মেদিনীপুর কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হলো এদিন। হাড়োয়া কেন্দ্রের জন্যে বামফ্রন্ট মনোনীত প্রার্থীর নাম শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে সংগঠনের তরফ থেকে।
CPI(M) Flag
প্রতীকী ছবি- ইন্টারনেট 
বাঁকুড়ার তালডাংরা কেন্দ্র থেকে লড়ছেন সিপিআইএম প্রার্থী দেবকান্তি মহান্তি। সিতাই কেন্দ্র থেকে লড়ছেন ফরোয়ার্ড ব্লকের অরুণ কুমার বর্মা, মাদারিহাট কেন্দ্র থেকে আরএসপির পদম ওঁরাও, মেদিনীপুর কেন্দ্র থেকে সিপিএমের মণিকুন্তল খামরুই, এবং নৈহাটি কেন্দ্র থেকে সিপিএম (এমএল) প্রার্থী দেবজ্যোতি মজুমদার উপনির্বাচনে লড়বেন। হাড়োয়া বিধানসভায় এখনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top