স্কাই বাংলা, বাঁকুড়া: কলকাতার পাশাপাশি জেলায় জেলায় থিমের পুজোর ঘনঘটা। পিছিয়ে নেই বাঁকুড়া জেলাও। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির অন্যতম পাঁডুইবাইদ উদয়ন সংঘের দুর্গাপুজোয় এবছরের থিম 'ডুব সাগরে কল্পলোক'। এই থিমের মাধ্যমে মন্ডপ সেজে উঠছে সমুদ্র তলের জীববৈচিত্র্য নিয়ে।এই বছর তাঁদের পুজো ১৫ তম বর্ষে পদার্পণ করলো। উদ্যোক্তাদের দাবি মন্ডপে ঢুকলে মনে হবে সমুদ্রের অতল জলের কল্পলোকের রাজ্যে পৌঁছে গেছি।
 |
পুজো মন্ডপ, নিজস্ব চিত্র |
সমগ্র মন্ডপ তৈরি হচ্ছে বাঁশের কাঠামোর উপর চট, সিমেন্ট সহ অন্যান্য পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে। মেদিনীপুর থেকে আসা একদল শিল্পী এই ভাবনা ফুটিয়ে তুলেছেন মন্ডপে। উদ্যোক্তাদের দাবি এই থিম মন কাড়বে দর্শকদের। উদয়ন সংঘের সভাপতি সমির মাজি এই থিম ভাবনা নিয়ে বলেন, এই থিমের মাধ্যমে সমুদ্রে বসবাসকারী জীবজগৎ সম্পর্কে আগত দর্শনার্থীদের একটা ধারণা তৈরীর চেষ্টা করা হচ্ছে। মন্ডপ তৈরীর কাজ একেবারে শেষের দিকে । সমগ্র মন্ডপটি তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে। ষষ্ঠীর সন্ধ্যা থেকে দর্শনার্থীদের জন্য মন্ডপ খুলে দেওয়া হবে ।
 |
পুজো মন্ডপ, নিজস্ব চিত্র |