গ্যালারিতে 'উই ওয়ান্ট জাস্টিস' শ্লোগান ওঠার সম্ভাবনা! বাতিল কলকাতার ডার্বি

SKY BANGLA TV
0

সুরজিৎ খাঁ, কলকাতা: তিলোত্তমার অভয়াকাণ্ডের জেরে যখন গর্জে উঠেছে গোটা দেশ , সেখানে বাদ পড়লো না কলকাতার বিখ্যাত ইস্টবেঙ্গল ও মোহনবাগান ডার্বি খেলায়।

বিগত কয়েক দিনের পরিস্থিতি রূপরেখা দেখে আই এফ এ রবিবারের ডার্বি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। দিন কয়েক আগের থেকে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ উঠেছিল ডার্বিতে 'উই ওয়ান্ট জাস্টিস', টিফো নিয়ে ঢোকার পরিকল্পনা রয়েছে দুই দলের সমর্থকের। আর সেই কারণে পরিস্থিতি জটিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। রাজ্যের এই পরিস্থিতিতে ডার্বি আয়োজনের ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সেই কারণে ডার্বি বাতিল করা হয়েছে বলে খবর।

ছবি- ইন্টারনেট 
রবিবার ডুরান্ড কাপের মোহনবাগান সুপার জায়েন্ট এর বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ম্যাচ ছিল। সন্ধ্যা ৭ টা থেকে যুবভারতীর ক্রীড়াঙ্গনে সেই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল।
ইস্টবেঙ্গল VS মোহনবাগান
তবে আরজি করের মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার জেরে কলকাতায় যে পরিস্থিতি তৈরি হয়েছে। তার জেরে ডার্বি বাতিল করে দেওয়া হয়েছে বলে সুত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।বিশেষ সূত্রের খবর কলকাতা ডার্বিতে বাতিলের সীলমোহর পড়ে গিয়েছে । নতুন করে সেই ম্যাচ হবে না। বরং দুটি দল কে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। ফিরিয়ে দেওয়া হবে ডার্বির টিকিটের দাম। তবে এই প্রসঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি।
ছবি- ইন্টারনেট 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top