স্কাই বাংলা, বাঁকুড়া: ফের হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। বন দফতর সূত্রে জানা গেছে মৃতের নাম বাসন্তী মন্ডল (৪৬)। সোমবার রাতে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের খাঁড়ারি গ্রামের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত এলাকা থেকে হাতি সরানোর দাবীতে সরব হন এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে ৪ টি হাতির একটি দল আচমকাই বাঁকুড়ার বড়জোড়া ব্লকের খাঁড়ারি গ্রামে ঢুকে তান্ডব চালাতে শুরু করে । হাতির হানায় বেশ কয়েকটি বাড়ির পাঁচিল ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয়দের দাবী ঘরে ঘুমন্ত অবস্থায় হাতির হানায় বাড়ির দেওয়াল ধসে পড়ে বাসন্তী মন্ডলের উপর। ঘটনার খবর পেয়ে বন দফতর রাতেই গ্রামবাসীদের সঙ্গে নিয়ে হাতিগুলিকে গ্রাম থেকে তাড়িয়ে আহত বাসন্তী মন্ডলকে উদ্ধার করে প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।পরে অবস্থার অবনতি হলে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়। মঙ্গলবার ভোরে সেখানেই চিকিৎসারত অবস্থায় মারা যান বাসন্তী মন্ডল নামের ওই গৃহবধূ। হাতির হানায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবী দ্রুত এলাকা থেকে হাতিগুলিকে সরানো হোক। নাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। বনদপ্তর জানিয়ে সরকারি নিয়ম মাফিক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।