নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, পাইলট ছাড়া সকলেরই মৃত্যু হয়েছে বলে খবর!

SKY BANGLA TV
0

স্কাই বাংলা: ভয়াবহ বিমান দুর্ঘটনা নেপালের কাঠমান্ডুতে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জন যাত্রীর। গুরুতর আহত অবস্থায় পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাইলট মণীশ শাক্য ছাড়া সকলেরই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
ছবি- ANI
বুধবার কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের মুহূর্তে ভেঙে পড়ে বিমানটি ৷ সূর্য এয়ারলাইন্সের ওই বিমানে ১৯ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ যার মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। দুর্ঘটনার মুহূর্তের ভয়াবহ দৃশ্যের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷
ছবি- ANI
বিমানটি কাঠমান্ডু থেকে পোখরার দিকে যাচ্ছিল।সকাল ১১টা নাগাদ উড়ানের সময়ই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ভেঙে পড়ার পর আগুন ধরে যায় বিমানটিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে বিমানটি। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এই মুহূর্তে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে উড়ান পরিষেবা।
ছবি- ANI

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top