স্কাই বাংলা, পশ্চিম বর্ধমান: পরিত্যক্ত খাদান থেকে নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পশ্চিম বর্ধমানের অন্ডালের বাবুইশোল কলোনী এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতের নাম রিতেশ মন্ডল (১৫)।স্থানীয় সূত্রে খবর, গত সোমবার সকালে অন্ডালের মদনপুর পঞ্চায়েতের পলাশবন চন্ডীতলা এলাকার বাসিন্দা বছর ১৫র রিতেশ মন্ডল বন্ধুদের সাথে স্কুল যাবার নাম করে বাড়ি থেকে বের হয়। পরে সন্ধ্যা নেমে এলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। খোঁজ না পেয়ে অন্ডাল থানায় নিখোঁজ হওয়ার লিখিত দায়ের করেন পরিবারের সদস্যরা। বুধবার দুপুর নাগাদ অন্ডালের বাবুইশোল কলোনির পাশে পরিত্যক্ত খাদানে একটি মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। মৃতদেহটির সনাক্ত করেন নিখোঁজ ছাত্রের বাবা। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।এই ঘটনায় বন্ধুদের দিকেই অভিযোগের তীর ছুঁড়েছেন মৃত ছাত্রের বাবা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।