বিষ্ণুপুরে দুর্ঘটনায় গাড়িতে আগুন! জাতীয় সড়কের উপর পুড়ে ছাই একটি স্করপিও

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ার বিষ্ণুপুরে বীর হাম্বীর ওভারব্রিজে দুটি গাড়ির সংঘর্ষে ভয়াবহ আগুন। আগুনে ভষ্মীভূত একটি স্করপিও গাড়ি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহত হয়েছেন একজন যাত্রী।
 জ্বলছে স্করপিও গাড়ি- নিজস্ব চিত্র 
-স্থানীয় সূত্রে খবর বুধবার ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে মেদিনীপুর থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল যাত্রী বোঝায় একটি স্করপিও। উল্টো দিকে বাঁকুড়া থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল একটি ট্রেলার। সেইসময় বিষ্ণুপুর রেল ওভারব্রিজে দুটি গাড়ির সংঘর্ষ হয় যার ফলে আগুন লেগে যায় স্করপিও গাড়িতে। দাউ-দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। গাড়ি থেকে ঝাঁপিয়ে নামে চালক সহ যাত্রীরা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দা এবং বিষ্ণুপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভষ্মীভূত হয়ে যায় স্করপিও গাড়িটি। ঘটনায় আহত হয় স্করপিও গাড়ির এক যাত্রী। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
বিষ্ণুপুরে পুড়ে ছাই স্করপিও - নিজস্ব চিত্র 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top