মলয় সিংহ বাঁকুড়া: হোস্টেলের ছাদ থেকে পড়ে গুরুতর জখম এক ছাত্রী। আহত ছাত্রীকে প্রথমে খাতড়া মহুকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বাঁকুড়া মেডিক্যালে রেফার করা হয়েছে।স্থানীয় সুত্রে খবর, বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার খাতড়ার একলব্য মডেল রেসিডেন্সিয়াল নামের একটি ইংরেজী মাধ্যম স্কুলের দোতলা ছাদ থেকে দশম শ্রেণীর এক আদিবাসী ছাত্রী নীচে পড়ে গুরুতর জখম হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। দোতলা থেকে ওই ছাত্রীর নীচে পড়ে যাওয়ার ঘটনা নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা ক্ষতিয়ে দেখছে পুলিশ।