স্কাই বাংলা: রাজ্যে বাড়ানো হল আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন। আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের আগামী এপ্রিল মাস থেকে বেতন ৭৫০ টাকা বৃদ্ধি পাবে। এবং ICDS হেল্পারদের বেতন ৫০০ টাকা বৃদ্ধি পাবে এপ্রিল মাস থেকে।মঙ্গলবার মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছিলেন বুধবার সকাল ১০ টায় তিনি সাধারণ মানুষের জ্ঞাতার্থে একটি বিশেষ ঘোষণা করবেন। আজ সকাল ১০ টায় দিলেন সেই খবর। বাড়ানো হল অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের বেতন । পাশাপাশি বেতন বাড়ল ICDS হেল্পারদেরও। মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ৭৫০ টাকা বৃদ্ধি পাবে আগামী এপ্রিল মাসে থেকে এবং ICDS হেল্পারদের বেতন ৫০০ টাকা বৃদ্ধি পাবে এপ্রিল মাস থেকে।