স্কাই বাংলা, বাঁকুড়া: ফের অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান চালাল আবগারি দপ্তর। শুক্রবার বাঁকুড়ার বড়জোড়ায় বেশ কয়েক বিঘা জমির অবৈধ পোস্ত চাষ নষ্ট করলো আবগারি দপ্তর ও স্থানীয় পুলিশ প্রশাসন। বড়জোড়ার মানাচরে সরকারি জমিতে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ পোস্ত চাষ। সেই পোস্ত চাষ রোধে এবার হানা দিল আবগারি দপ্তর ও স্থানীয় পুলিশ প্রশাসন।প্রসঙ্গত উল্লেখ্য এই সকল এলাকায় প্রতি বছরই এই অবৈধ চাষের রমরমা লক্ষ্য করা যায়। চলতি বছরেও সেই রমরমা রোধে অভিযান চালাল আবগারি দপ্তর। অভিযান চলবে জানিয়েছে আবগারি দপ্তর।