স্কাই বাংলা, বাঁকুড়া: উত্তর বাঁকুড়ায় হাতিপ্রবণ এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে তৎপর বন দপ্তর ও জেলা প্রশাসন। জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকায় পরীক্ষার্থীদের জন্য এবারও থাকছে গাড়ির ব্যবস্থা। বনকর্মীদের সকাল সকাল ডিউটিতে নামার নির্দেশ দেওয়া হয়েছে। ইতি মধ্যে জঙ্গল লাগোয়া সমস্ত এলাকায় মোট পরীক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্রের একটি তালিকা তৈরি করে জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। গত বছরের মতো এবছরও উত্তর বাঁকুড়ার বড়জোড়া, সোনামুখী, বেলিয়াতোড়, গঙ্গাজলঘাটি এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া ও তাঁদের নিয়ে আসার বন্দোবস্ত করা হয়েছে। এছাড়াও জঙ্গল পথে থাকছে বন কর্মীদের টহলদারি, পেট্রোলিং ভ্যান, এলিফ্যান্ট স্কোয়াড। রাস্তার থাকছে ঐরাবত গাড়িও। এই মুহূর্তে উত্তর বাঁকুড়ায় মোট ৩০টি হাতি রয়েছে বলে বনদপ্তর সূত্রে খবর।বাঁকুড়া উত্তর বনবিভাগের বনাধিকারিক উমর ইমাম বলেন, পরীক্ষার্থীরা যাতে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে পারে তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। হাতির গতিবিধির উপর সর্বক্ষণ কড়া নজরদারি রাখছে আমাদের টিম। পরীক্ষা শুরুর ১ ঘন্টা আগে ও শেষ হওয়ার এক ঘন্টা আগে হাতির ডায়নামিক লোকেশন জানিয়ে দেওয়া হবে। বিপদ এড়াতে জঙ্গল পথে শর্টকাট রুট বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।


