অশ্বত্থ গাছের মগডালে মহিলা! দীর্ঘক্ষণ পর নামাল দমকল

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে হইচই, আস্ত অশ্বত্থ গাছের মগডালে চড়ে বসলেন এক মহিলা।

আচমকাই গাছের মগডালে উঠে পড়েছেন মাঝবয়সি এক মহিলা। আর তা নিয়ে বাধল তুলকালাম। গাছে উঠে পড়া সেই মহিলাকে নামাতে কালঘাম ছুটল দমকল কর্মীদের। শুক্রবার এমনই এক ঘটনার দর্শক হয়ে উঠলেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বাসিন্দারা।

স্থানীয় সুত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় গঙ্গাজলঘাটি বাজার এলাকায় একটি আস্ত অশ্বত্থ গাছে হঠাৎ এক আদিবাসী মহিলা উঠে পড়ে।অনেক অনুরোধেও তাঁকে গাছ থেকে নামানো যায়নি। এর পর খবর দেওয়া হয় থানায় এবং দমকলে। বেশ কিছক্ষণের চেষ্টায় দমকল ওই মহিলাকে গাছ থেকে নামিয়ে আনে। জানা গিয়েছে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top