সোশ্যাল মিডিয়ায় গ্রুপ তৈরি করে মাধ্যমিকের প্রশ্ন ফাঁস! আটক ৭ পরীক্ষার্থী

Malay Singha
0

স্কাই বাংলা, মালদা: সোশ্যাল মিডিয়ায় গ্রুপ তৈরি করে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস! ৭ পরীক্ষার্থীকে আটক করল পুলিশ। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে এমন ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে।

 শনিবার পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, 'সোশ্যাল মিডিয়ার যে গ্রুপটির মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়েছে, তার সদস্য সংখ্যা ১৬১ জন। এই গ্রুপের অ্যাডমিন মাধ্যমিক পরীক্ষার্থী।' তাকেও চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে গ্রুপের বাকিদের পরিচয় পর্ষদের তরফে স্পষ্ট করা হয়নি।

সুত্রের খবর, মানিকচকের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষা কেন্দ্রের ভেতরে সাত জন পরীক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে। এরপর প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দিতেই বিদ্যালয়ের কর্তৃপক্ষ বিষয়টির ওপর তোড়জোড় শুরু করেন। এরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ সাতটি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে সাত জন পরীক্ষার্থীর কাছ থেকে। ঘটনার খবর পেয়ে প্রশাসনিক কর্তা সহ পুলিশ আধিকারিকরা পৌঁছয়। পুলিশের তরফে ওই সাত পরীক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বাতিল করা হয়েছে ৭ পরীক্ষার্থীর পরীক্ষাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top