গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহান

SKY BANGLA TV
0

 

স্কাই বাংলা: অবশেষে গ্রেফতার হল সন্দেশখালি কান্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। গত ৫ জানুয়ারি থেকেই বাংলার সবচেয়ে আলোচ্য নাম ছিল শাহজাহান। এহেন শাহজাহানের ঘনিষ্ঠ বহু নেতাকে ধরলেও অধরা ছিল 'সন্দেশখালির বাঘ'।দীর্ঘ ৫৫ দিন পর ৫৬ দিনের মাথায় পুলিশের জালে সন্দেশখালির বেতাজ বাদশা তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান।
শেখ শাহজাহান 
স্থানীয় সূত্রে খবর বুধবার গভীর রাতে সন্দেশখালীর রাজবাড়ীতে তার গোপন আস্তানা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তারপর তাকে নিরাপত্তার কারণে মিনাখাঁ থানায় আনা হয়। যদিও সরকারী ভাবে পুলিশ জানায় শেখ শাজাহান কে তাঁরা মীনাখা থানা এলাকার একটি ভেরি থেকে গ্রেফতার করেছে।
সূত্রের খবর বুধবার দুপুরের পর থেকেই পুলিশ শেখ শাহজাহানের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করতে থাকে। শেষে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকা ঘিরে ফেলে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে বসিরহাট আদালতে পেশ করা হবে বলে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top