জামতাড়ায় ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একাধিক যাত্রীর

Malay Singha
0

স্কাই বাংলা: ঝাড়খন্ডের জামতাড়ায় ভয়াবহ দুর্ঘটনা। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ১২ জনেরও বেশি যাত্রীর। আহত হয়েছেন একাধিক যাত্রী। সুত্রের খবর, আসানসোল রেল ডিভিশনের জামতাড়া-কারমাতান্ডের কালঝরিয়ার কাছে ডাউন লাইনে বেঙ্গালুরু-যশবন্তপুর এক্সপ্রেস যাচ্ছিল। অন্যদিকে লাইনের পাশে ফেলে দেওয়া ব্যালাস্ট থেকে ধুলো উড়তে থাকে। ধুলো দেখে চালক বুঝতে পারেন ট্রেনে আগুন লেগেছে এবং ধোঁয়া বের হচ্ছে। ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরাও নেমে পড়েন। উল্টো দিক থেকে আসা চলন্ত ইএমইউ ট্রেনের ধাক্কায় অনেক যাত্রীর মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে, ১২ জনেরও বেশি যাত্রী মারা গিয়েছে ৷ এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
এখনো পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে । ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন। অন্ধকারের কারণে উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়ছে । মৃতের সংখ্যা ১২ জনের বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে । এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষের তরফে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top