স্কাই বাংলা, দুর্গাপুর: একই ওড়নার দুই খুটে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন যুগল।শুক্রবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থানার নিউ টাউন এলাকায় প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ।মৃত প্রেমিকের নাম রাজকুমার মন্ডল (৩৬)। তিনি দুর্গাপুরের করুড়িয়া এলাকার বাসিন্দা। অন্যদিকে মৃতা প্রেমিকার নাম সুপ্রভা ভুঁই (৩২)। তিনি দুর্গাপুরের নিউটাউনের বাসিন্দা। দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠে আসছে।
স্থানীয় সুত্রে খবর, মৃতা সুপ্রভার স্বামীর সাথে দীর্ঘদিনের বন্ধু ছিল রাজকুমারের । সেই সুত্রেই সুপ্রভার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে রাজকুমার। এ কথা জানাজানির পর দুজনের পরিবারেই অশান্তি শুরু হয়। স্বামীর পরকীয়ার ঘটনায় অশান্তির জেরে বেশ কিছু দিন আগে রাজকুমারের স্ত্রী আত্মঘাতী হন বলে খবর। আর এরপরই সুপ্রভার সঙ্গে রাজকুমারের ঘনিষ্ঠতা আরো বেড়ে যায়। শুক্রবার সুপ্রভার ছেলে চলে যায় এবং স্বামী ইস্পাত কারখানায় কাজে চলে যান।
![]() |
প্রতীকী ছবি |
পুলিশ সূত্রে খবর, কাজের মাঝখানে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখেন স্ত্রী লিখেছে 'চলে যাচ্ছি' তড়িঘড়ি তিনি বাড়ি ফিরে দেখেন একই উড়নায় বন্ধুর সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।