স্কাই বাংলা: তামিলনাড়ুতে বাড়ি। মানসিক ভারসাম্য হারিয়ে কোনোভাবে ট্রেনে চেপে চলে আসেন বাঁকুড়ায়। বাঁকুড়ার ভেদুয়াশোল স্টেশনের অদূরে রেল ট্র্যাক থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল রেল পুলিশ। মহিলার মানসিক অসুস্থতা ও ভাষাগত সমস্যা সত্বেও শুধুমাত্র একটি ফোন নম্বরকে সম্বল করে পরিবারের সন্ধান করে পরিবারের হাতে মহিলাকে তুলে দিল রেল পুলিশ।রেল পুলিশ সূত্রে জানা গেছে গত ৬ ফেব্রুয়ারি বাঁকুড়ার ভেদুয়াশোল স্টেশনের অদূরে স্থানীয়দের নজরে আসে এক মহিলা রেলের ট্র্যাক ধরে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। খবর পেতেই রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে। মহিলা মানসিকভাবে অসুস্থ বুঝতে পেরে তাঁকে ভর্তি করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। সম্বল বলতে উদ্ধার হওয়া মহিলার কাছ থেকে তাঁর নাম ও ইংরাজিতে লেখা একটি ফোন নম্বর পায় রেল পুলিশ। সেই ফোন নম্বরে যোগাযোগ করা হলে ফোনের অপরপ্রান্তের ব্যাক্তি নিজেকে মহিলার স্বামী হিসাবে পরিচয় দেয়। এরপর শুক্রবার তাঁকে বাঁকুড়ায় ডেকে ওই মহিলাকে তাঁর হাতে তুলে দেয় রেল পুলিশ। রেল পুলিশের এই উদ্যোগে খুশি কে নিখোঁজ মহিলার পরিবার।
তামিলনাড়ু থেকে নিখোঁজ মহিলাকে পরিবারের হাতে তুলে দিল রেল পুলিশ
ফেব্রুয়ারি ০৯, ২০২৪
0
Tags
অন্যান্য অ্যাপে শেয়ার করুন



