স্কাই বাংলা: এবার সর্ববৃহৎ রবীন্দ্রনাথের প্রতিকৃতি এঁকে 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস'-এ নাম তুললেন বীরভূমের কৌশিক দে। ৩০ ফুট দৈর্ঘ্য এবং ১৮ ফুট প্রস্থ বিশিষ্ট রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকেছেন রবিভূমের এই শিল্পী ৷ পাঁচ দিন ধরে মোট ১৩০ টি আর্ট পেপারজুড়ে এই ছবি এঁকেছেন তিনি। তাঁর এই শিল্পকর্মকে স্বীকৃতি দিয়েছে 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস'। এমনকী, তাঁকে নিয়ে বানিয়েছে একটি ছোট্ট তথ্যচিত্রও ৷
মাত্র ২ বছর বয়স থেকেই গ্রামের শিক্ষক প্রণব অধিকারী কাছে কৌশিকের আঁকাআঁকির হাতেখড়ি। তবে ইচ্ছে থাকলেও বেশ কিছু সমস্যা থাকায় তা চালিয়ে যেতে পারেননি কৌশিক। তবে আঁকার প্রতি অদম্য ইচ্ছে আর নতুন কিছু সৃষ্টির নেশা সব সময় তাড়া করে বেড়াত কৌশিককে। ৫ দিনের হাল না ছাড়া চেষ্টায় ‘সেরার সেরা স্বীকৃতি’ আদায়ে রীতিমত আপ্লূত কৌশিক।
বোলপুরের বাহিরী গ্রামের বাসিন্দা কৌশিক। সদ্য বোলপুর কলেজ থেকে স্নাতক হয়েছেন তিনি। বাহিরী ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বোলপুর কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক হন কৌশিক। একই সঙ্গে তিনি চালিয়ে যেতে থাকেন নিজের পছন্দের আঁকাও। তবে সেই আঁকাতেই যে তার ভারত জোড়া নাম হবে একথা সে কখনও ভাবতে পারেনি। রবীভূমের এই শিল্পী বর্তমানে দেশের মধ্যে সর্ববৃহৎ রবীন্দ্রনাথ এঁকে 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস'-এ নাম লিখিয়েছেন ৷
কৌশিক জানান, ১৩০টি আর্ট পেপারকে আঠা দিয়ে জুড়তে হয়েছে প্রথমে ৷ বিষটি টেকসই করার জন্য পিছনে দেওয়া হয়েছে শাড়ি। প্রথমে স্কেচ করা, পরে ওয়েদার কোট রং ব্যবহার করে আঁকা হয়েছে এই বৃহৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটি ৷ সময় লেগেছে পাঁচ দিন ৷ ছবিটি আঁকতে প্রায় ৫ থেকে ৬ লিটার রং খরচ হয়েছে। সব মিলিয়ে খরচও হয়েছে প্রায় ১০ হাজার টাকা ৷ এই ছবি আঁকার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিডিয়ো ও স্টিল ছবি 'ইন্ডিয়া বুক' কে পাঠিয়ে রেকর্ডসের জন্য আবেদন করেছিলেন কৌশিক।