স্কাই বাংলা ডেস্ক: বিহার ও ঝাড়খণ্ডের যাত্রীদের উপহার দিল ভারতীয় রেল। রেলপথ পাটনা এবং সেকেন্দ্রাবাদ/হায়দরাবাদের মধ্যে গয়া-কোডারমা-বোকারো-রাঁচি-বিলাসপুর-রায়পুর-নাগপুর হয়ে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও জয়পুর বিভাগের কিশানগড় রেলস্টেশনে জিয়ারাত এক্সপ্রেস থামানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।গ্রীষ্মকালীন ছুটি শুরু হতে চলেছে। এই ছুটিতে, প্রত্যন্ত অঞ্চলে কাজ করা লোকেরা তাদের শহরে ফিরে আসে। এই সময়ে রিজার্ভেশন কাউন্টার থেকে ট্রেনে প্রচুর ভিড় থাকে। সম্ভাব্য ভিড়ের পরিপ্রেক্ষিতে, ভারতীয় রেল প্রতি বছর গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন পরিচালনা করে। এই পর্বে ভারতীয় রেলওয়ে বিহার ও ঝাড়খণ্ডের যাত্রীদের উপহার দিয়েছে। রেলপথ পাটনা এবং সেকেন্দ্রাবাদ/হায়দরাবাদের মধ্যে গয়া-কোডারমা-বোকারো-রাঁচি-বিলাসপুর-রায়পুর-নাগপুর হয়ে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।যাত্রীদের সুবিধার্থে পাটনা এবং সেকেন্দ্রাবাদ-হায়দরাবাদের মধ্যে বিশেষ ট্রেন চালানোর পাশাপাশি, জয়পুর বিভাগের কিশানগড় রেলস্টেশনে জিয়ারাত এক্সপ্রেস থামানোরও সিদ্ধান্ত নিয়েছে রেল।
রেল যাত্রীদের জন্য সুখবর, এই রুটে গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল
এপ্রিল ০২, ২০২৩
0
Tags
অন্যান্য অ্যাপে শেয়ার করুন